ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

প্রকাশিত: ০৯:১০, ২৯ এপ্রিল ২০১৯

 বুড়িমারী স্থলবন্দর দিয়ে  পাথর আমদানি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ পাথর আমদানিতে এসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল ধরনের পাথর আমদানি বন্ধ করে দিয়েছে কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়ার্ডিং (সিএ্যান্ডএফ এ্যাজেন্ট) ব্যবসায়ীরা। বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা বন্দর হতে প্রতিদিন প্রায় ৪/৫ শতাধিক পাথরবাহী ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে থাকে। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে সব ধরনের পাথর আমদানি বন্ধ ঘোষণা করে পাথর ব্যবসায়ীরা। পাথর আমদানি বন্ধের কারণে বুড়িমারী স্থল বন্দরটিতে অচলাবস্থা বিরাজ করছে। পাথর লোড আনলোডের কাজের প্রায় কয়েক শতাধির শ্রমিক বেকার হয়ে পড়েছে। বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানিকৃত পাথর টন প্রতি ১০ ডলারের পরিবর্তে রংপুর কাস্টমস কমিশনারেটের এক মৌখিক নির্দেশে ১২ ডলার নির্ধারণ করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পাথর আমদানিকারকরা জানিয়েছেন। অবিলম্বে বাড়তি ২ ডলার বৃদ্ধির নির্দেশ প্রত্যাহার করা না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক ও পাথর ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পরাগ বলেন, আামদানিতে টন প্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার এসেসমেন্ট ভ্যালু ভ্যাট বৃদ্ধি করায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।
×