ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম

প্রকাশিত: ০৪:৫৮, ২ জুলাই ২০১৭

চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, আইএফআই ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংক এশিয়া ॥ ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুলাই বেলা ১১টায় ঢাকা লেডিস ক্লাব, ৩৬ নিউ ইস্কাটন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ। আইএফআইসি ব্যাংক ॥ ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুলাই বেলা ১১টায় অফিসার্স ক্লাব, ২৬ বেলী রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ। রূপালী ইন্স্যুরেন্স ॥ বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুলাই বেলা ১১টায় ইমপেরিয়াল কনভেনশন সেন্টার, মালিবাগ চৌধুরী পারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ। শাহজালাল ইসলামী ব্যাংক ॥ ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুলাই বেলা ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ। এক্সিম ব্যাংক ॥ ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুলাই বেলা ১১টায় রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ॥ বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ জুলাই বেলা ১১টায় মাল্টিপারপাস হল, আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।
×