ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীতে পুঁজিবাজার অর্থনীতিতে আরও অবদান রাখবে ॥ বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জানুয়ারি ২০১৭

আগামীতে পুঁজিবাজার অর্থনীতিতে আরও অবদান রাখবে ॥ বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, পুঁজিবাজার দেশের অর্থনীতিতে অবদান রাখছে। সরকার ইতোমধ্যে এ বাজারের জন্য অনেক সংস্কার করেছে। এ বাজার নিয়ে অর্থমন্ত্রী যে স্বপ্নের কথা জানিয়েছেন, আমরাও তার মতো আশাবাদী। তার মতো আমরাও মনে করি, ২০২০ সালে এ বাজার একটি শক্তিশালী অবস্থানে পৌঁছবে। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকের পর বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, এ বৈঠক ছিল অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসির নিয়মিত বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রীর কাছে পুঁজিবাজারের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। খায়রুল হোসেন আরও জানান, বৈঠকে অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এর আগে ধানমি তে মাইডাস সেন্টারে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনকালে অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আমাদের একটি শক্তিশালী পুঁজিবাজার সৃষ্টি হবে, যেখান থেকে আমরা বিভিন্ন বিনিয়োগে আগ্রহ নিতে পারব। মাত্র তিন বছর বাকি, এর মধ্যেই পুঁজিবাজার শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আমরা সঠিক পথেই চলছি। যদি আরও কিছু পরিবর্তন আমরা করতে পারি, তবে এ দশকে মানে ২০২০ সালের মধ্যেই আমাদের অনেকগুলো নতুন দিগন্ত উন্মোচিত হবে। আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ২০ বছরে আমাদের দেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নামেনি। এ রকম রেকর্ড খুব কম দেশেরই রয়েছে।
×