ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরোধ নিষ্পত্তিতে বিয়াক ও এপেক্স গ্রুপের চুক্তি

প্রকাশিত: ০৭:৩২, ৫ জুলাই ২০১৫

বিরোধ নিষ্পত্তিতে বিয়াক ও এপেক্স গ্রুপের চুক্তি

বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও এপেক্স গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার এপেক্স গ্রুপের গুলশানের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিয়াক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এপেক্স গ্রুপের কোন প্রতিষ্ঠান কখনও বাণিজ্যিক বা চুক্তি সংক্রান্ত কোন বিরোধের সম্মুখীন হলে এই সমঝোতা স্মারকের আওতায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের বিশেষায়িত সেবা পাবে। -বিজ্ঞপ্তি মুধমতি ব্যাংকের মুনাফা বেড়েছে চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) মুধমতি ব্যাংকের পরিচালন মুনাফা অর্জিত হয়েছে ২৭ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২২ কোটি টাকা। এর আগের বছরে ১০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে মধুমতি ব্যাংক। এ সময়ে উল্লেখযোগ্য হারে ঋণ বিতরণ বেড়েছে মধুমতি ব্যাংকের। নতুন ব্যাংকগুলোর মধ্যে কৃষিঋণ বিতরণ ও রেমিট্যান্স আহরণেও এগিয়ে আছে এ ব্যাংকটি। সম্প্রতি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা দিতে চুক্তি সই করেছে মধুমতি ব্যাংক। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন এক্সেস টু ইনফরমেশন বা এটুআই কর্মসূচির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। -অর্থনৈতিক রিপোর্টার
×