ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইনফোবিপের আয়োজনে ভার্চ্যুয়াল ওয়েবিনার

প্রকাশিত: ১৩:৫৬, ৮ মার্চ ২০২৩; আপডেট: ১৫:১৬, ৮ মার্চ ২০২৩

ইনফোবিপের আয়োজনে ভার্চ্যুয়াল ওয়েবিনার

প্রতীকী ছবি।

রমজান মাসে ব্যবসায়ে সাপোর্ট উন্নত করতে এবং বিনিয়োগের উপর সর্বাধিক রিটার্ন (আরওআই) নিশ্চিতের জন্য করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে গ্লোবাল ক্লাউড কমিউনিকেশনস প্ল্যাটফর্ম ইনফোবিপ।

মঙ্গলবার (৭ মার্চ) প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রমজান মাসে প্রযুক্তি প্রাসঙ্গিক যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের সাথে অর্থপূর্ণ সংযোগ স্থাপনের জন্য কীভাবে ব্যবসায়িরা সফলভাবে পাইকারি ও ই-কমার্স খাতে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয় ওয়েবিনারে। এছাড়া ডিজিটাল নেটিভসসহ বাংলাদেশের পরিবর্তনশীল খাতকে কীভাবে ব্যবহার করা যায়, এই বিষয়েও আলোচনা হয়।

ওয়েবিনারে মূলত ব্যবসায়ে সাপোর্ট উন্নত করতে এবং বিনিয়োগের উপর সর্বাধিক রিটার্ন (আরওআই) নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়।

এমএম

×