ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

২০২৫ সালে সবচেয়ে ভয়াবহ যে জিনিস ঘটতে যাচ্ছে

প্রকাশিত: ২১:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালে সবচেয়ে ভয়াবহ যে জিনিস ঘটতে যাচ্ছে

২০২৪ শেষের দিকে।শুরু হতে যাচ্ছে নতুন  খ্রিস্টীয় বছর ২০২৫।যদিও ভবিষ্যত সর্বদা  অনিশ্চিত,তারপরও ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ত্রাদামুস ২০২৫ সাল নিয়ে ইতোমধ্যে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নস্ত্রাদামুসকে বলা হয় ‘প্রফেট অব ডোম’। পনের শতকের এই ব্যক্তি কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যদ্বাণী। ২০২৫ সালের জন্য তিনি বলে গেছেন, এ বছর যুদ্ধ থামতে পারে। ব্রাজিলে হতে পারে ভয়াবহ দুর্যোগ। এ ছাড়া প্লেগের মতো মহামারি দেখা দিতে পারে যুক্তরাজ্যে। 

২০২৫ সালের জন্য নস্ত্রাদামুসের দেওয়া সবচেয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী হচ্ছে, পৃথিবীতে আঘাত হানতে পারে বড় কোনো গ্রহাণু। 

এর আগে নস্ত্রাদামুসের বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো অ্যাডলফ হিটলারের আধিপত্য, ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা ও হালের করোনা মহামারি।

ফুয়াদ

×