.
রূপচর্চা শব্দটির সঙ্গে জড়িয়ে আছে বিলাসিতা বা আর্থিক সচ্ছলতা। অনেকেই এখনো ভাবেন রূপচর্চা মানেই যেন বড়লোকি ব্যাপার-স্যাপার। নিজেকে আকর্ষণীয় করতে গিয়ে অনেকেই আবার না বুঝেই কিনে ফেলেন একগাদা পণ্য। সাধ্যের মধ্যেই সহজ উপায়ে ত্বকের পরিচর্যা করার কিছু বিষয় জেনে নিন-
১. নিজের ত্বক সম্পর্কে জানুন : একেকজনের ত্বকের ধরন একেক রকম- শুষ্ক, তৈলাক্ত কিংবা ফর্সা, শ্যামবর্ণ ইত্যাদি। নিজের ত্বকের ধরন অনুযায়ী পণ্য বাছাই করে কিনতে হবে। এমনকি ঘরে বসে ত্বকে বিভিন্ন ফল বা পণ্য দেওয়ার পূর্বেও এ বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে যাদের ত্বকে এলার্জির সমস্যা রয়েছে তাদের অবশ্যই এলার্জি সৃষ্টিকারী উপাদান পরিহার করা উচিত।
২. অথেন্টিক পণ্য ব্যবহার করুন : অবশ্যই অথেন্টিক পণ্য কিনে ব্যবহার করুন। রেপ্লিকা বা নকল কিংবা লোকাল জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে বিউটি প্রোডাক্ট কেনার পূর্বে বারকোড স্ক্যান করে নিন। আজকাল বিভিন্ন নামি-দামি দোকানগুলোতে প্রোডাক্ট কেনার পূর্বে পরীক্ষা করে দেখার সুযোগ থাকে।
৩. পরিমিত পণ্য ব্যবহার করুন : মুখে অতিরিক্ত মেকাপ দেওয়া থেকে বিরত থাকাটাই শ্রেয়। পরিমিত পণ্য ব্যবহার করে নিজেকে সাজিয়ে তুলতে হবে, বিশেষ করে যারা নিয়মিত কাজের জন্য বের হয়ে থাকেন। অতিরিক্ত রোদে বাইরে বের হওয়ার সময় ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে অবশ্যই মুখের মেকাপ তুলে ফেলতে হবে।
৪. বুঝেশুনে মেকাপসামগ্রী ক্রয় : ইউটিউব বা ফেসবুকে নানা রকম টিউটোরিয়াল এবং ভিডিও দেখে অনেকে ঝোঁকের বসে মেকাপসামগ্রী কিনে ফেলেন। পরবর্তীতে দেখা যায় সেই পণ্যগুলো অব্যবহৃত থেকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। মেকাপ বা এই ধরনের প্রয়োজনীয় পণ্য কেনার আগে লিস্ট তৈরি করে নিন। যারা একদমই নতুন, মেকাপে অভ্যস্ত হতে যাচ্ছেন, শুরুতেই ভারি মেকাপ দিয়ে নিজেকে না সাজিয়ে হালকাভাবে সাজিয়ে তুলুন।