ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

‘কনটেমপ্লেশন’ শীর্ষক দলীয় আলোকচিত্র প্রদর্শনী আলিয়ঁসে

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

‘কনটেমপ্লেশন’ শীর্ষক  দলীয় আলোকচিত্র  প্রদর্শনী আলিয়ঁসে

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ‘কনটেমপ্লেশন’ শীর্ষক প্রদর্শনীতে দর্শক

আলোকচিত্রে উঠে এসেছে নানা বিষয়। রয়েছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়, নিজের প্রতিবিম্ব, স্ট্রিট ফটোগ্রাফি অন্যান্য। পাশাপাশি রয়েছে পরিবেশ বর্তমান পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনকেও তুলে আনা হয়েছে ছবির মাধ্যমে। প্রত্যেক আলোকচিত্রী একটি নির্দিষ্ট বিষয় বেছে নিয়েছেন এবং এর মধ্য দিয়ে নিজের মুনশিয়ানা তুলে ধরেছেন আলোকচিত্রে। এসব আলোকচিত্র নিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছেকনটেমপ্লেশনশিরোনামের দলীয় আলোকচিত্র প্রদর্শনী।

আলিয়ঁস ফ্রঁসেজ নিয়মিত আয়োজন করে নানা ধরনের প্রদর্শনী। এর মধ্যে আলোকচিত্র প্রদর্শনীও অন্যতম। তবে এবারের প্রদর্শনীটি একটু ভিন্ন ঘরানার। এতে মূলত দলীয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে প্রখ্যাত আলোকচিত্রী শিক্ষক আবীর আবদুল্লাহ পরিচালিত দুটি আলোকচিত্র কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আলোকচিত্র।

কনটেমপ্লেশনমূলত ১৫ জন ফটোগ্রাফারের একটি দলীয় আলোকচিত্র প্রদর্শনী। তারা সবাই স্বনামখ্যাত আলোকচিত্রী আবীর আবদুল্লাহর শিক্ষার্থী। আবীর আবদুল্লাহর কাছে আলোকচিত্রের একটি কোর্স করেছিলেন সবাই। এরা হলেন মো. আলা উদ্দিন, প্রশান্ত হৃদয়, আসিফ ইকবাল স্বপ্নীল, পাঠানজাদা শের জুলফিকার, আসিফ মুসাদ্দেক, রাইয়ান ইসলাম (কায়কো), ইকবাল হোসেন, রুবেল কর্মকার, জাহিদ অপু, সাইফুল ইসলাম, জয়ন্ত সাহা জয়, শুভ্র পাল, কাজী তানভীর আহমেদ, সিলভিয়া রোভেলী আশফাক আহমেদ।

১৫ জনের মোট ১৫০টি ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী  ‘কনটেমপ্লেশন এতে উঠে এসেছে  ১৫টি ছবিগল্প। যেখানে উঠে এসেছে সমসাময়িক সামাজিক সমস্যা, প্রান্তিক জনগোষ্ঠীর কথা, আত্ম-প্রতিফলন, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়। প্রত্যেক আলোকচিত্রী তার নিজের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় বেছে নিয়েছিলেন এবং এই প্রদর্শনীর মধ্য দিয়ে তোলা ছবিগুলো এই ১৫ জন শিক্ষার্থীর নৈপুণ্য প্রকাশ পেয়েছে।

প্রদর্শনীতে ছবির মাধ্যমে বিমূর্ত নানা ভাব প্রকাশের পাশাপাশি চলমান পরিস্থিতিকেও তুলে ধরা হয়েছে। আলোকচিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য বাস্তবকে মূর্ত করে তোলা। প্রদর্শনীর অনেক ছবিতেই তা রয়েছে। আলোকচিত্রীর নিজের মুখের প্রতিবিম্বের পাশাপাশি শ্রমিকের মুখের রেখায়ও ক্যামেরা ধরেছে নানা গল্প। সেসব গল্পই সাজানো রয়েছে দেওয়ালে।

প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারেহাসীন মুরাদ, স্থপতি সাইফুল হক, এখন টেলিভিশনের প্রধান সম্পাদক তুষার আবদুল্লাহ, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী, প্রখ্যাত আলোকচিত্রী শিক্ষক আবীর আবদুল্লাহ এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রী।

প্রদর্শনীটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪ মে যত বই তত প্রাণপ্রতিপাদ্যে ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত মেলা চলবে ২৭ মে পর্যন্ত। উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার সকালে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার লুৎফর রহমান রিটন। আরও উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা . জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য . সৌমিত্র শেখর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

 

×