ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বিবিএর নতুন সভাপতি ফেরদৌস, সম্পাদক মুকুল

প্রকাশিত: ২০:৪৮, ১১ ডিসেম্বর ২০২৩

বিবিএর নতুন সভাপতি ফেরদৌস, সম্পাদক মুকুল

সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলা ভিশনের প্রধান সম্প্রচার প্রকৌশলী আবুল কাশেম ফেরদৌস আহমেদ এবং ডিবিসি নিউজ এর প্রধান সম্প্রচার প্রকৌশলী হামিদ উল্যাহ মুকুল বেসরকারি সম্প্রচার প্রকৌশল বিভাগে কর্মরতদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের (বিবিএ) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় চ্যানেল আই মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গ্লোব জনকণ্ঠের শিল্প পরিবারের চীফ টেকনোলজি অফিসার আবু জাহিদ এবং অর্থ সম্পাদক গাজী টিভির প্রধান সম্প্রচার প্রকৌশলী আবুল হাসান। 

৩৩ সদস্য বিশিষ্ট উপরোক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন- মোসাদ্দেক হোসেন (চ্যানেল আই), মোহাম্মদ মোস্তফা (মোহনা টিভি), আনোয়ারুল আজিম (ইন্ডেপেন্ডেন্ট টেলিভিশন), জেকের উদ্দিন সম্রাট (মাই টিভি), মাহফুজুল হক সবুজ (গ্রীণ টিভি)। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তৌফিক রহমান (৭১ টিভি) মোহাম্মদ সায়েম, জহিরুল ইসলাম আদর (এটিএন বাংলা)।

নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ-সাধারণ সম্পাদক সুজন দেবনাথ (একুশে টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক কৃঞ্চ মজুমদার (এনটিভি), সহ-অর্থ সম্পাদক এম আবু মাহরাম মোস্তাকিম (ডিবিসি নিউজ), দপ্তর সম্পাদক আবু নাসের সুমন (নেক্সাস টেলিভিশন), সহ-দপ্তর সম্পাদক সালাহউদ্দিন, প্রচার সম্পাদক মাছুম রহমান (যমুনা টেলিভিশন), যুগ্ম প্রচার সম্পাদক আনম সাজ্জাদুর রহমান (ডিবিসি নিউজ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সালাউদ্দিন সেলিম (সময় টেলিভিশন), যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক তানজিরুল রহমান (এখন টেলিভিশন), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পিনাকি রায় (এটিএন নিউজ), যুগ্ম সমাজ কল্যান সম্পাদক সাকিব আরেফিন, প্রকাশনা সম্পাদক রাকিব আলম (নিউজ টোয়েন্টি ফোর), সহ-প্রকাশনা সম্পাদক আবদুর রউফ সংগ্রাম (৭১ টিভি), সাংস্কৃতিক সম্পাদক মোস্তাাফিজুর রহমান পলাশ (বৈশাখী টেলিভিশন), যুগ্ন সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ রুবেল (বিজয় টিভি), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (এশিয়ান টিভি), সহ-ক্রীড়া সম্পাদক তাশিউর রহমান রাজ (মাছরাঙ্গা টেলিভিশন), মিডিয়া এন্ড কারেন্ট এফেয়ার্স সম্পাদক আলমগীর জাহান পিয়াস (দেশ টেলিভিশন), সহ মিডিয়া এন্ড কারেন্ট এফেয়ার্স সম্পাদক অভিজিৎ দাস (দীপ্ত টেলিভিশন)। বিজ্ঞপ্তি। 

নির্বাচিত কমিটি আগামী দুই বছর ব্রডকাস্ট কর্মীদের স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ মুকুল।

 

এম হাসান

×