পৃথিবী। ছবি: গুগল থেকে
অক্সিজেন এই পৃথিবীর প্রাণবায়ু। আমাদের গ্রহে বায়ুমণ্ডলের ২১ শতাংশ জুড়েই রয়েছে এই জীবনদায়ী গ্যাস। তবে বিজ্ঞানীদের আশঙ্কা, চিরকালই এমনটা থাকবে না। এমন দিন আসবে, যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে। পৃথিবীতে রাজত্ব করবে মিথেন গ্যাস!
২০২১ সালে বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছিল এক গবেষণাপত্র। সেখানে বলা হয়েছে- এমন সম্ভাবনার কথা। পরিবেশে ওই পরিবর্তন যখন হবে, তখন দ্রুতই গোটা পরিস্থিতি বদলে যাবে। রাতারাতি যেন পিছন দিকে হাঁটবে পৃথিবী। আজ থেকে ২৪০ কোটি বছর আগের পরিবেশ ফিরে আসবে এই গ্রহে। এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে- ডিঅক্সিজেনেশন।
প্রাগৈতিহাসিক পৃথিবীতে আধিক্য ছিল কার্বন ডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্পের। প্রায় সেই পরিস্থিতিই তৈরি হবে। গবেষকরা এ বিষয়ে জানাতে গিয়ে পৃথিবীর আবহাওয়ামণ্ডলের বিস্তারিত মডেলও প্রকাশ করেছেন। দেখিয়েছেন কীভাবে সূর্যের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পায়।
এই নীল রঙের গ্রহে অক্সিজেনকে হারিয়ে মিথেনের আধিপত্য বিস্তারের সেই ভয়ংকর দিন আসতে এখনও বাকি বহুদিন? কেননা এমনটা ঘটতে পারে ১০০ কোটি বছর পরে। ফলে আশু কোনো বিপদের আশঙ্কা নেই।
এসআর