ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফিরে দেখা: জুলাই গণঅভ্যুত্থান

প্রতিদিনের মিছিল ও সমাগম আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে

প্রকাশিত: ১২:২১, ৬ জুলাই ২০২৫; আপডেট: ১২:৩০, ৬ জুলাই ২০২৫

প্রতিদিনের মিছিল ও সমাগম আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে

এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতার ঢল। প্রতিদিনের মিছিল ও সমাবেশ আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছিল, আর ৬ জুলাই ছিল সেই উত্তাল সময়ের একটি স্মরণীয় দিন।

৬ জুলাই রাজধানীর শাহবাগ মোড়ে ওই দিন অবরোধ তুলে নেওয়ার আগে কোটা বিরোধী আন্দোলনকারীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সারা বাংলাদেশ অবরোধ করার পরিকল্পনা থেকেই সেদিন এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই দাবিতে এইদিন সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

২০২৪ সালের ৬ জুলাই আন্দোলনকারীরা শাহবাগ মোড় এক ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখান থেকে সরে যান তারা। এরপর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়। 

৪ জুলাই কোটা সংক্রান্ত হাইকোর্টের শুনানি পিছিয়ে দেওয়া হয়। আন্দোলন ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে তা অবজ্ঞার চোখে দেখা হচ্ছিল।  আন্দোলনের প্রভাব প্রত্যাশা অনুযায়ী পূরণ হচ্ছিল না।  তখন আন্দোলনকারীরা  ‘বাংলা ব¬কেড’ কর্মসূচি ঘোষণা করেন। 

একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও চট্টগ্রামে সড়ক ও মহাসড়ক অবরোধ করেন।

প্রতিদিনের মিছিল ও সমাগম আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছিল । ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অবস্থান ছিল অভূতপূর্ব। 

সামাজিক  যোগাযোগমাধ্যমে বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম লিখেন, 
“প্রতিদিনের মিছিল ও সমাগম আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। আগামীকাল 'বাংলা ব্লকেড'। আজকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অবিস্মরণীয়।” 

এই কথাগুলো ছিল কেবল একটি ব্যক্তিগত অনুভূতি নয়, বরং সময়ের সাক্ষ্য। ২০২৪ সালের আন্দোলনে নারী শিক্ষার্থীদের দৃপ্ত পদচারণা ছিল বিশেষভাবে লক্ষণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটসহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে দাঁড়িয়েছিলেন।

২০২৫ সালের আজ, ৬ জুলাই, সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে নাহিদ ইসলাম ফেসবুক ওয়ালে স্ট্যাটাসটি পুনরায় শেয়ার করেন। 

সানজানা

আরো পড়ুন  

×