ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

নাচতে নাচতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নাচতে নাচতে যুবকের মৃত্যু

নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু।

আনন্দের অনুষ্ঠানে নেমে এলো বিষাদের কালো ছায়া। নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু! তাও আবার মাত্র বছর ছাব্বিশ বছর বয়সের এক যুবকের। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ধর্মভরম এলাকায়। 

গণেশ পুজোর মণ্ডপে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। 

ভিডিওতে দেখা গেছে, প্যান্ডেল স্থানীয় নারী, পুরুষ, শিশুরা রয়েছে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে। জ্বলছে রঙিন আলো, সেই সঙ্গে তারাস্বরে চলছে গান। সেই গানের তালে নাচছেন দুই যুবক। তাদেরই একজন প্রসাদ আচমকা অচৈতন্য হয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়েন। এমন ঘটনায় সকলেই হতবাক। এরপর দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেটিজেনদের একাংশের দাবি, ডিজে বক্সের তীব্র আওয়াজে হার্ট অ্যাটাক হয়েছে যুবকের। যদিও চিকিৎসকরা এই বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। মৃত্যুর কারণ জানতে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কদিন আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের একটি জিমে মর্মান্তিক ঘটনা ঘটে। জিমে গা ঘামাচ্ছিলেন এক ব্যক্তি। ট্রেড মিলে ছুটতে ছুটতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

 

এম হাসান

×