
চামচ, ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট
কাঠ দিয়ে ক্ষুদ্র চামচ তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় এক তরুণ। তিনি ১ দশমিক ৬ মিলিমিটার (০.০৬ ইঞ্চি) চামচ তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
শশীকান্ত প্রজাপতি (২৫) নামের ওই তরুণের বাড়ি ভারতের বিহার রাজ্যে। এর আগে এই রেকর্ড ছিল আরেক ভারতীয়র। ২০২২ সালে ২ মিলিমিটার দৈর্ঘ্যের চামচ তৈরি করেছিলেন নবরত্ন প্রজাপতি মূর্তিকর।
আরও পড়ুন:সাঈদীকে চিকিৎসা দেয়া ডা. জামানকে প্রাণনাশের হুমকি
রেকর্ড গড়া নিয়ে শশীকান্ত প্রজাপতি বলেন, কাঠ দিয়ে চামচ তৈরি করা সহজ ব্যাপার। কিন্তু কাঠ দিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করা অসম্ভব রকমের কঠিন কাজ। এ জন্য চামচ তৈরির সব কলাকৌশল রপ্ত করতে হয়। চূড়ান্তভাবে সফল হওয়ার আগে ১০টি ক্ষুদ্র চামচ তৈরি করেছিলেন তিনি। শশীকান্ত আরও বলেন, ২ মিলিমিটারের চেয়ে ছোট চামচ তৈরি করা খুবই কঠিন। তারপরও কয়েক দফা চেষ্টার পর তিনি সফল হয়েছেন।
মূলত কলেজে পড়ার সময় ক্ষুদ্র জিনিস তৈরির শখ হয় শশীকান্তের। এর পর থেকেই এ রকম জিনিস তৈরির নেশায় পেয়ে বসে তাঁকে। আশা ছিল, এভাবে একদিন বিশ্ব রেকর্ড গড়বেন। সেই সঙ্গে কোন বিষয় নিয়ে কাজ করা যায়, সেটি নিয়ে ভাবতে থাকেন। অনেক ভেবে কাঠ দিয়ে সবচেয়ে ক্ষুদ্র চামচ তৈরি করার সিদ্ধান্ত নেন। এর আগে ঘাঁটাঘাঁটি করে বিশ্ব রেকর্ডের তথ্য বের করেন। ক্ষুদ্র চামচ তৈরি করে রেকর্ড গড়তে প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ের পর অবশেষে হয়েছেন সফল।
সূত্র: খালিজ টাইমস
টিএস