
কুমিরের খামার
কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা লুয়ান ন্যামের। তিনি একজন খামারি। নিজের খামারে থাকা ৪০টি কুমিরের হামলায় প্রাণ গেল তার।
গত শুক্রবার কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
পুলিশপ্রধান মেয় সাভরি এএফপিকে বলেন, লুয়ান খামারের ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা মেরে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে ধরে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলা চালায়।
সাভরি আরও বলেন, লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তাঁর শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তাঁর শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটি পাওয়া যায়নি।
নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির খামারে লালন-পালন করা হয়।
খবর: বিবিসি
টিএস