ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে সার্ভিস লেন এখন পরিত্যক্ত

প্রকাশিত: ২০:৪৯, ৩১ মার্চ ২০২৩

সিদ্ধিরগঞ্জে সার্ভিস লেন এখন পরিত্যক্ত

নারায়ণগঞ্জ-আদমজী ইপিডেজ-শিমরাইল সড়কের পাশে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন কিলোমিটার সার্ভিস লেন সড়কটি সওজের অবহেলায় এখন পরিত্যক্ত

মো. খলিলুর রহমান, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকার আওতাধীন নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক ঘেঁষে (সড়কের পূর্বপাশে) ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিসের সামনে থেকে অধুনালুপ্ত সুমিলপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন (রিক্সা লেন) সড়কটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সওজ কর্তৃপক্ষের অবহেলায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এখন কোনো কাজেই আসছে না।

অন্যদিকে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে অটো, ইজিবাইক ব্যাটারিচালিত রিক্সা, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাঙ্কলরি, প্রাইভেটাকার মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনের অতিরিক্ত চাপে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কটি এখন যানজটের অভিশাপে পরিণত হয়েছে। এতে সড়কে চলাচলরত যাত্রীরা যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন।

স্থায়ীদের দাবি, প্রায় তিন কিলোমিটার সার্ভিস লেন সড়কটি আবারও সংস্কার দখলমুক্ত করে চালু করলে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের যানজট অনেকাংশে কমে আসবে। তাই জরুরি ভিত্তিতে পরিত্যক্ত সার্ভিস লেন সড়কটি সংস্কার করে আবারও চালুর দাবি জানান স্থানীয়রা।

জানা যায়, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইলটি অত্যন্ত ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। দিন দিন সড়কে যানবাহন চলাচল বেড়েই চলেছে। ফলে সড়ক দিয়ে শিমরাইল-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন শত শত অটো, ইজিবাইক, ব্যাটারিচালিত রিক্সা, লেগুনা, সিএনজি, ট্যাঙ্কলরি, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। আদমজীতে গড়ে উঠেছে ইপিজেড। বর্তমানে এই ইপিজেডে ৬০-৭০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছে। সব মিলে দুই লেনের সড়কটি এখন যানজটের সড়কে পরিণত হয়েছে। প্রায় সময় সড়কের বিভিন্ন স্থানে যানজট লেগেই থাকে। সড়কের যানজটের কথা চিন্তা করে উচ্চমহলের নির্দেশে ১৫-১৬ বছর আগে সড়ক জনপথ বিভাগ নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক ঘেঁষে ( সড়কের পূর্বপাশে) ১২ ফুট চওড়া একটি সার্ভিস লেন (রিক্সা লেন) সড়ক নির্মাণ করে। সার্ভিস লেন সড়কটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের , ৬নং ওয়ার্ড এলাকা পড়েছে।

সওজের স্থানীয় ঠিকাদার সূত্রে জানা যায়, পৌনে কোটি টাকা ব্যয়ে শিমরাইলের ডিপিডিসির এনওসিএস কার্যালয়ের (বিদ্যুৎ অফিস) সামনে থেকে অধুনালুপ্ত সুমিলপাড়া ইউনিয়ন কার্যালয় পর্যন্ত ১২ ফুট চওড়া প্রায় কিলোমিটার দীর্ঘ সার্ভিস লেন (রিক্সা লেন) নামের সড়কটি নির্মাণ করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইঞ্জ সড়কে চলাচলরত রিক্সা, ভ্যান সাইকেলসহ ছোট ধরনের যানবাহন সার্ভিস লেন সড়কটি দিয়ে যাতে চলাচল করতে পারে। সড়কটি নির্মাণ করার পর কিছুদিন ধরনের ছোট ছোট যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করেছিল। কিন্তু সার্ভিস লেন সড়কটি চালু হওয়ার কিছু দিন পর থেকেই রাস্তাটি কোনো কাজেই আসেনি। রাস্তটি নির্মাণের পর থেকে চলে গেছে অবৈধ দখলদারদের কবলে। যতটুকু রাস্তা অস্তিত্ব আছে, ততটুকুও ব্যবহার করছে রাস্তার পাশে অবৈধভাগে গড়ে ওঠা দোকানি বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। দোকানদাররা সার্ভিস লেন সড়কটি অবৈধভাবে দখল করে রাখায় সার্ভিস লেন সড়কটি এখন পরিত্যক্ত অবস্থায় থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক জনপথ বিভাগের উপ-বিভাগ- এর উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের জানান, সার্ভিস লেন নামের কোনো সড়ক ছিল কি না- তা জানি না। তবে আপাতত সার্ভিস লেন সড়কটি আবারও চালু করার কোনো পরিকল্পনা নেই।

 

×