
.
কিচিরমিচির মধুর ডাকে
মন হয়ে যায় আত্মহারা
কেন পাখির ডাকাডাকি
জানি না তো কিসের তাড়া।
আলতো ছুঁয়ে শীতল হাওয়া
ডাক দিয়ে কয় ঘুমিয়ে থাকো,
ঘুমের নেশায় বিভোর হয়ে
আকাশকুসুম স্বপ্ন আঁকো
আর ডেকে যায় মোয়াজ্জিনে
ঘুমের চেয়ে নামাজ ভালো।
চারদিকে চোখ চেয়ে দ্যাখো
একটু কোথাও নেইতো আলো।
তাইতো আমি মন আনন্দে
ভর দিয়ে এক স্বপ্ন ডানায়
মনটা শুধু যায় ছুটে যায়
মসজিদেরই অজুখানায়।
ছনছনছন সুরের তালে
হাওয়ায় হাওয়ায় জিকির ওঠে,
আল্লাহর নাম যায় যে শোনা
বুলবুলিটার মিষ্টি ঠোঁটে।
পড়তে নামাজ তাগিদ দিয়ে
সালাত আদায় করছে মায়ে,
শান্তি-সুখের দক্ষিণা বাও
সুখ দিয়ে যায় পুরো গাঁয়ে
মুড়মুড়মুড় ধান মাড়ানো
শব্দ শুনে ঘুম ভেঙে যায়
কৃষক দলে কাজের মাঝে
গুনগুনাগুন গান গেয়ে যায়।
কৃষক বেটা পড়ায় মাতে
বুকের মাঝে শক্তি নিয়ে
আমরা ফিরি নামাজ পড়ে
খোদার প্রেমে ভক্তি নিয়ে।