ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পাঠশালা

সাগর আহমেদ

প্রকাশিত: ০১:৪২, ২৮ জানুয়ারি ২০২৩

পাঠশালা

.

বোকা কুমিরের সাতটি ছানা
পড়াশোনায় ব্যস্ত,
গুরু তাদের শেয়াল মশাই
পন্ডিত মস্ত।

বেত নেড়ে পড়ায় শেয়াল
খুব মনোযোগ ক্লাসে,
নাস্তা করে একটি ছানা
প্রতিদিন এক গ্রাসে।

কুমির এলে দেখায় তাকে
এক ছানা সাত বার,
ছেলেরা আমার বিদ্যান হবে
ভাবে কুমির বারবার।

শেষ ছানাটিকে খেলো শেয়াল
যেদিন মজা করে,
পাঠশালাটি ভেঙে দিয়ে
পালালো চিরতরে।

 

×