ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তিন হাজার মাইল ভ্রমণ!

.

প্রকাশিত: ২৩:১২, ২৭ জানুয়ারি ২০২৩

তিন হাজার মাইল ভ্রমণ!

.

অবিশ্বাস্য হলেও সত্যি। টিকটিকি সদৃশ একটি  বাচ্চা স্টোওয়ে গেকো সম্প্রতি ৩ হাজার মাইল পাড়ি দিয়ে মিসর থেকে ইংল্যান্ডে ভ্রমণ করেছে। ইংল্যান্ডের এক নারী তার স্থানীয় ফলের দোকানের জন্য মিসর থেকে স্টব্রেরি কিনেছিলেন। তিনি স্ট্রবেরির প্যাকেটের ভেতরেই প্রাণীটিকে খুঁজে পান। ম্যানচেস্টার শহরে বাস করা নিকাতা মোরান নামের ওই নারী যুক্তরাজ্যের বৃহত্তম প্রাণী কল্যাণ দাতব্য সংস্থা আরএসপিসিএ’কে এই তথ্য জানান।
নিকাতা মোরান বলেন, আমি ফলগুলো ফ্রিজে ঢোকানোর সময় বাচ্চা স্টোওয়েটিকে দেখতে পেয়েছিলাম। আমি দেখলাম একটা কিছু সেখানে নড়াচড়া করছে। আমি ভেবেছিলাম এটি মাকড়সা। যখন আমি আবার তাকালাম, আমি এই স্টোওয়েকে দেখতে পেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা খুবই সতর্ক ছিল। আমি বিষয়টি আরএসপিসিএ’কে জানালে তারা এসে বাচ্চা স্টোওয়েকে উদ্ধার করে। আরএসপিসিএ ইন্সপেক্টর হেন্ডারসন বলেন, আমি অবাক হয়েছিলাম। এটা একটি বাচ্চা। যা লম্বায় ১ ইঞ্চি মাত্র। - ইউপিআই অবলম্বনে

 

×