ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ বার ওঠবস করলেই মিলবে বাসের টিকিট

প্রকাশিত: ২১:৩১, ১৫ ডিসেম্বর ২০২২

২০ বার ওঠবস করলেই মিলবে বাসের টিকিট

বাসের টিকিট

২ মিনিটে ২০ বার ওঠবস করলেই বিনামূল্যে বাসে ভ্রমণের সুযোগ মিলবে। রোমানিয়ার এক শহরের সরকারি পক্ষ থেকে করা হয়েছে এমনই ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এই স্বাস্থ্যকর এবং লাভজনক ‘চ্যালেঞ্জ’-এর চর্চা শুরু হয়েছে। ক্লুজ-নাপোকা নামের রোমানিয়ার এক শহরে শহরবাসীদের স্বাস্থ্যরক্ষার কথা ভেবে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিনামূল্যে বাসের টিকিট পাওয়ার জন্য টিকিট বুথের সামনে দাঁড়িয়ে এক তরুণী ২০টি স্কোয়াট করছেন। ২০টি স্কোয়াট শেষ হতেই মেশিন থেকে বেরিয়ে এল বাসের টিকিট। না কোনও মানুষ নয়, স্কোয়াটের গণনা করছে এক যন্ত্র।

স্কোয়াট বুথে একটি ক্যামেরা ইনস্টল করা আছে, প্রতিটি স্কোয়াটের হিসাব রাখছে সেই ক্যামেরাই। ২০টি স্কোয়াট শেষ হলেই মেশিন থেকে একটি বিনামূল্যে বাসের টিকিট বেরিয়ে আসে।

 এই ভিডিয়ো দেখে নেটাগরিকদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে। কেউ বলছে, ‘‘এমন উদ্যোগ সত্যিই অভাবনীয়। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি টাকাও বাঁচবে।’’ কেউ আবার বলছেন, ‘‘শরীরচর্চা করানোর দারুণ কৌশল বার করেছে সে দেশের সরকার!’


সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএস

×