ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার গান

মো. জাহিদুল ইসলাম

প্রকাশিত: ২৩:১৯, ২ ডিসেম্বর ২০২২

স্বাধীনতার গান

.

নির্ভয়ে আজ ফুল ফোটে ওই
সব পাখিরা ওড়ে
আঁধার যতো কেটে গেছে
সূর্য রাঙা ভোরে।

মায়ের ছেলে মায়ের কোলে
ঘুমায় দারুণ সুখে
স্বাধীনতার গান শোনা যায়
সবার মুখে মুখে।

মাঠ ভরেছে সোনা ধানে
বাতাস তাতে খেলে
জন্ম থেকেই স্বাধীনতার
মালা তুমি পেলে।

বুকের রক্ত ঢেলে যারা
আনলো স্বাধীনতা
আমরা যেন যাই না ভুলে
কভু তাদের কথা।

 

×