ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপানজুড়ে বিতর্ক

.

প্রকাশিত: ২২:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২২

জাপানজুড়ে বিতর্ক

.

আগামী সপ্তাহে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া। এতে ১৬৬ কোটি ইয়েন খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। যা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের চাইতে বেশি। আর এ নিয়ে জাপানজুড়ে তৈরি হয়েছে
বিতর্ক। যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ঠিক কী পরিমাণ অর্থ খরচ হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদন বলছে, রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় ৮০ লাখ পাউন্ড বা ১৩০ কোটি ইয়েন খরচ হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১৬৬ কোটি ইয়েন বরাদ্দ করা হয়েছে। সেদিক থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় বেশি খরচ হতে যাচ্ছে।
আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেশি হওয়া নিয়ে জাপানীরা প্রশ্ন তুলেছেন। স্থানীয় সংবাদ সংস্থা কিয়োদো পরিচালিত এক জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ বলেছেন সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক বেশি খরচ করছে। আগামী মঙ্গলবার শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে বিদেশী অতিথিরা জাপানে আসছেন। তিন দিনের এ আয়োজনকে ‘অন্ত্যেষ্টিক্রিয়া কূটনীতি’ বলে ডাকা হচ্ছে।
জাপানীদের কারও কারও ধারণা, আবের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যা বরাদ্দ করা হয়েছে তার চেয়ে প্রকৃত খরচ অনেক বেশি হতে পারে। দৃষ্টান্ত হিসেবে টোকিও অলিম্পিকের কথা উল্লেখ করছেন তারা। টোকিও অলিম্পিকে ১ হাজার ৩০০ কোটি ডলার খরচ হয়েছিল, যা মূল বরাদ্দের চেয়ে প্রায় দ্বিগুণ। -বিবিসি

×