ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ব্রেভহার্ট’ শীর্ষক প্রদর্শনী কসমসে

প্রতিরোধের শক্তি ঘুরে দাঁড়ানোর অমিত সাহস

মোরসালিন মিজান

প্রকাশিত: ২৩:৩২, ১৩ আগস্ট ২০২২

প্রতিরোধের শক্তি ঘুরে দাঁড়ানোর অমিত সাহস

কসমস আয়োজিত প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাকা-ের প্রতিবাদ

আগস্টের শোক নানা ভাব ও ভাষায় প্রকাশিত হয়এবারও হচ্ছে১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালীর অবিসংবাদিত নেতাকে কি নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল! নারীর রক্ত, শিশুর রক্ত এবং নেতার রক্তে ভেসে গিয়েছিল ধানম-ি ৩২ নম্বরের বাড়িহায়, ইতিহাস! হায়, বাংলা! হায় বাঙালী! এখনও মাতম হয়মাতম হচ্ছেবিশেষ করে ১৫ আগস্টের প্রাক্কালে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চ থেকে, প্রদর্শনী কক্ষ থেকে বেদনার বিস্তার ঘটানো হচ্ছে

তবে কিছুটা ব্যতিক্রম গ্যালারি কসমসমালিবাগের এ গ্যালারিতে এখন চলছে ব্রেভহার্টশীর্ষক প্রদর্শনীখ্যাতিমান শিল্পীদের আঁকা ছবি এতে স্থান পেয়েছেআর আছে আলোকচিত্রউভয় মাধ্যমে ১৫ আগস্টের উপস্থাপনাতবে এ উপস্থাপনায় শুধু শোক নয়, প্রতিরোধের ইতিহাসটিকেও গুরুত্বে সঙ্গে তুলে ধরা হয়েছে

শুক্রবার শুরু হওয়া প্রদর্শনীতে স্থান পেয়েছে খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিনের একাধিক চিত্রকর্মএকটি ক্যানভাস বিশালসেখানে আরও বিশাল বঙ্গবন্ধুকে এঁকেছেন তিনিঅনেক আগে আঁকা ছবিতবুও যেন কথা বলছেশিল্পীর ছবিতে সাহস ও শক্তির উপমা হয়ে এসেছেন শেখ মুজিবমহান নেতার তর্জনী আজও যেন পথ দেখিয়ে চলেছে বাঙালীকে

অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন বীরেন শোম, অলকেশ ঘোষ, শাহাজাহান আহমেদ বিকাশ, আজমীর হোসেন, বিশ্বজি গোস্বামী, আবু কালাম শামসুদ্দিন, দিলীপ মালাকার ও দেবদাস মালাকারসৌরভ চৌধুরী, প্রত্যেকের ছবিতে প্রিয় পিতার মুখ।  

তবে একটি ছবি বাড়তি আবেদন নিয়ে সামনে আসেছবিতে বঙ্গবন্ধুর সঙ্গে একই ফ্রেমে খুঁজে পাওয়া যায় কর্নেল জামিলকেসেই কর্নেল জামিল, যিনি বঙ্গবন্ধুকে রক্ষার একক চেষ্টা করে গর্বের ইতিহাস রচনা করেছিলেনপ্রতিরোধের শক্তি, ঘুরে দাঁড়ানোর অমিত সাহস তাকেও অমৃত দান করেছেরূপকের আশ্রয়ে এ কথাগুলোই যেন বলার চেষ্টা করেছেন শিল্পীএবং এই শিল্পী কর্নেল জামিলের কন্যা, আফরোজা জামিল কঙ্কাতথ্যটি জানার পর ছবির দিকে আবারও তাকাতে হয়আবারও মনে পড়ে যায়, আগস্ট শুধু শোকের নয়প্রতিরোধেরকর্নেল জামিলের একক প্রতিবাদ, একক হলেও, ইতিহাসের বিরাট জায়গা জুড়ে আছেথাকবেছবির দিকে তাকিয়ে তা অনুভব করা যায়

গ্যালারিতে আছে বিখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা একাধিক আলোকচিত্রঅদ্ভুত আলো আঁধারীর মধ্য থেকে বঙ্গবন্ধুকে উদ্ভাসিত করেছেন তিনি। 

সব মিলিয়ে চমকার আয়োজনসীমিত শিল্পকর্মে ১৫ আগস্টের বলা চলে পুরোটা তুলে ধরা হয়েছে এখানেসময় করে ঘুরে আসতে পারেন প্রদর্শনী

×