ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুর টেস্ট ॥ বৃষ্টির পর আবার খেলা শুরু

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ মে ২০২২

মিরপুর টেস্ট ॥ বৃষ্টির পর আবার খেলা শুরু

অনলাইন ডেস্ক ॥ ঢাকা টেস্ট লাঞ্চের পরে বৃষ্টি শুরু হলে থেমে যায় খেলা। ১২টায় শুরু হওয়া এই বৃষ্টি চলে আড়াই ঘণ্টার মতো। এরপর আস্তে আস্তে মাঠের ওপর থেকে সরে কাভার সরিয়ে নেওয়া হয়। মাঠ প্রস্তুতি সম্পন্ন করা হয়।বিকেল ৪টার পর আবার খেলা শুরু হয়। শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নেওয়া গিয়েছিল দ্বিতীয় দিনেই, কিন্তু অধিনায়ক দিমুথ করুণারত্নে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তাতে বাড়ছিল লঙ্কানদের রান বড় হওয়ার শঙ্কা। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই অবশ্য সাফল্য এনে দেন এবাদত হোসেন। এরপর সাকিব আল হাসান করেন যেকোনো অফ স্পিনারের স্বপ্নের ডেলেভারি। কিন্তু এরপরই বাকিটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। লাঞ্চ বিরতির আগে অবধি ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখার সয় শ্রীলঙ্কা ৮১ ওভার খেল ৪ উইকেট হারিয়ে করেছে ২৩২ রান। এই সময় অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৮ রানে ব্যাটিং করছিলেন।
×