ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১২:১১, ২৫ মে ২০২২

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক ॥ ঢাকাসহ দেশের ৬ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে তাপপ্রবাহ কমতে পারে। একইসঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বুধবার (২৫ মে) গ্রীষ্মের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠের ১১ তারিখ। মঙ্গলবার আগের তুলনায় বৃষ্টি কিছুটা বেড়েছে। গতকাল সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ। গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
×