ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০০:১৬, ২৩ মে ২০২২

রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় দেশটিকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতে চিঠি পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধের দাবি জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেছেন, রবিবার ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ভারত থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশে উদ্বেগ জানিয়ে তা বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। কুমিল্লা, শ্রীমঙ্গল, বিয়ানীবাজারসহ কয়েকটি অঞ্চল দিয়ে ভারত থেকে তিনশ’র মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। শুরু থেকেই বাংলাদেশ এই ধরনের অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করে আসছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠক ৩০ মে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। বৈঠকের এজেন্ডাগুলো এখনও চূড়ান্ত হয়নি। এটি নিয়ে মন্ত্রণালয় এখন কাজ করছে। তবে এজেন্ডাতে রোহিঙ্গা ইস্যু, পানির নায্য হিস্যাসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু থাকবে।
×