ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৩:৩১, ২৩ মে ২০২২

মাগুরায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা হয়েছে। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, মীর মেহেদী হাসান রুবেল, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর সোহেল, সদস্য সচিব সজল মোল্যা প্রমুখ। শেরপুরে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শেরপুরে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে শহরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু ও ফখরুল মজিদ খোকন, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল এবং তাঁতী লীগের কেন্দ্রীয় সদস্য আলআমিন বাদশা।
×