ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৬, ২২ মে ২০২২

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় কালবৈশাখী ঝড়ের তা-বে গাছচাপা পড়ে তিনজন এবং বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় গাছ চাপা পড়ে যুবক, ফরিদপুরের মধুখালীতে নারী এবং বগুড়ায় দিনমজুরের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে বজ্রপাতে নারী ও দিনাজপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরিদপুর, মুন্সীগঞ্জ, ভোলা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ, নওগাঁ, দিনাজপুর ও কুড়িগ্রামে কালবৈশাখীর তা-বে ঘর-বাড়ি, গাছপালা ও বিদ্যুত লাইনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কক্সবাজারের চকরিয়ায় গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে হঠাৎ শুরু হওয়া ঝড়োবাতাসের সময় নিজ বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে। তিনি হারবাং শান্তিনগর এলাকার নুর হোসেনের ছেলে। বগুড়া ॥ শনিবার ভোরে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে যাওয়া ঝড়ে কাহালুর মাছপাড়ায় একটি গাছ ভেঙ্গে পড়ে শাহীন মিয়া (৪৫) নামের এক দিনমজুর মারা গেছে। তার বাড়ি গাইবান্ধার জুমারবাড়ি এলাকায়। ফরিদপুর ॥ মধুখালীতে ঝড়ের সময় রেন্টিকড়াই গাছের ডাল ভেঙ্গে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গন্ধখালী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রাবেয়া বেগম গন্ধখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনসুর মোল্লার স্ত্রী। ঝিনাইদহ ॥ শৈলকুপা উপজেলায় শনিবার সকালে বজ্রপাতে রুপা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রুপার বাড়ি উপজেলার কুলচারা গ্রামে। এছাড়া সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামে গোলাম আলীর গোয়ালঘরে বজ্রপাতে ৬ লাখ টাকা দামের ২টি মহিষ মারা গেছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে কালীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়ন, হরিণাকু-ু উপজেলার ১টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাড়ি-ঘর ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলা পল্লীতে বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আতারবাজার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ এলাকার খলিল উদ্দীনের ছেলে। মুন্সীগঞ্জ ॥ লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের কবলে পড়ে পদ্মায় ১৫ আরোহীসহ ধানভর্তি ট্রলার ডুবিতে দুই কৃষাণ নিখোঁজ রয়েছে। তারা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কেটে কৃষাণের ভাগের প্রায় ১৫০ মণ ধানসহ বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে তাদের ট্রলার মাঝনদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ডুবে যায়। এই সময় ভেসে থাকা ১৩ কৃষাণকে আশাপাশের নৌযান উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকিরের (৬০) খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল। ভোলা ॥ তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলে নদীতে পড়ে ¯্রােতের টানে ভেসে য্য়া। পরে মনপুরার কোস্টগার্ডের সদস্য ও জেলেদের সহযোগিতায় ভেসে যাওয়া জেলে মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ॥ শনিবার ভোরে সদর উপজেলার উত্তরাঞ্চল ও কাজিপুরের কিছু এলাকায় জ্যৈষ্ঠের ঝড়ে ঘরবাড়ি, দোকানপাটসহ গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনামুখী বাজার। এ বাজারের বেশ কয়েকটি দোকানঘরের চাল উড়ে গেছে। সেই সঙ্গে বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন রয়েছে। কাজিপুর এবং সিরাজগঞ্জে ঝড় প্রবাহিত এলাকায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। কুষ্টিয়া ॥ শনিবার সকালে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সদর উপজেলা, দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা ও বিদ্যুত লাইনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে দুইশ’ বছরের গাছ উপড়ে ঘরে পড়েছে। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলে অন্তত ৩০টি কাঁচাঘর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এছাড়া মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জে গত রাতে কালবৈশাখী ঝড়ের তা-বে জেলা সদর, বিশ^ম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি। গাছপালা, বিদ্যুতের লাইনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। নওগাঁ ॥ কালবৈশাখী ঝড়ে নওগাঁর পোরশায় আম, ধান, গাছ, বিদ্যুতসহ বিভিন্ন গ্রামে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে শুরু হয় কালবৈশাখী। প্রায় পৌনে এক ঘণ্টা ঝড়-বৃষ্টির কারণে উড়ে গেছে ঘরের টিনের চালা, উপড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছের ডাল পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে । বিরামপুর, দিনাজপুর ॥ কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের টিন, ক্ষতিগ্রস্ত হয়েছে সাইকেল গ্যারেজ, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুত সংযোগ। কুড়িগ্রাম ॥ শনিবার ভোরে প্রচ- ঝড়ে জয়পুরহাট এলাকায় একটি বটগাছ রেললাইনের ওপর পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে ২-৩ ঘণ্টা চেষ্টার পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে এসে পৌঁছায়। চুয়াডাঙ্গা ॥ কালবৈশাখী ঝড়ের তা-বে ২ শতাধিক কাঁচা-আধাপাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনে গাছ পড়ে ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।
×