ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি ॥ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৩, ২০ মে ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি ॥ ঢাকা দক্ষিণ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগে অস্ত্র, গুলি ও মাদকসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৩। এসময় লোকজন নিয়ে জড়ো হয়ে অভিযানে বাধা দেয়া এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহাম্মেদকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা এবং জোবায়েরের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে সবুজবাগ থানা পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, সবুজবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে। এমন ঘটনার বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়ে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বিকেল ৩টায় মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দেলোয়ার হোসেন সাঈদীকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে।
×