ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাদ্য সহায়তা বঞ্চিত শরণখোলার সাড়ে ৩ হাজার জেলে

প্রকাশিত: ০০:০৫, ২০ মে ২০২২

খাদ্য সহায়তা বঞ্চিত শরণখোলার সাড়ে ৩ হাজার জেলে

সংবাদদাতা, শরণখোলা, বাগেরহাট ॥ দেশের মৎস্য সম্পদ রক্ষায় আজ থেকে বঙ্গোপসাগরে শুরু হচ্ছে ৬৫ দিনের মৎস্য অবরোধ কর্মসূচী। ২০ মে থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এ সময় সাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। অবরোধ চলাকালে প্রতিবছর উপকূলীয় এলাকার জেলেদের মাঝে বিতরণ করা হয় খাদ্য সহায়তার চাল। কিন্তু এ বছর শরণখোলার প্রায় সাড়ে ৩ হাজার সমুদ্রগামী জেলে সরকারী এ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। জেলেদের জন্য প্রস্তাবিত বরাদ্দ অপ্রত্যাশিতভাবে কেটে দেয়ায় এ সঙ্কটের সৃষ্টি হয়। সাউথখালী উইনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নে জেলের সংখ্যা প্রায় ২ হাজার ৫শ’। কিন্তু তিনি এবছর বরাদ্দ পেয়েছেন মাত্র ১১০ জনের জন্য। উপজেলার আর তিনটি ইউনিয়নের অবস্থা প্রায় একই রকম। এ বছর অবরোধের সময় জেলে পরিবারে তীব্র খাদ্য সঙ্কট দেখা দিবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, শরণখোলায় মোট জেলের সংখ্যা ৬৭৪৪ জন। এর মধ্যে সমুদ্রগামী জেলে হচ্ছে চার হাজার। ৬৫ দিন মাছ ধরা বন্ধের জন্য প্রতি জেলে ৮৬ কেজি করে চাল পাবেন। সে হিসাবে মাত্র ৩৭৪ জন জেলের চাল বরাদ্দ পাওয়া গেছে এখানে আমার কিছু করার নেই।
×