ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

র‌্যাবের মোবাইল কোর্ট সিলগালা করেছিল হাসপাতালটি

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ডাক্তারসহ আটক ৪

প্রকাশিত: ২৩:০৭, ১৯ মে ২০২২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ডাক্তারসহ আটক ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে দালালের মাধ্যমে রোগী এনে ভুল চিকিৎসায় আতিকা (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালের মালিক নূর নবী পলাতক থাকলেও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। যাদের আটক করা হয়েছে তারা হলেন- এ্যানেসথেসিওলজিস্ট ডাঃ দেওয়ান মোঃ আনিসুর রহমান, ডাঃ এ কে এম নিজামুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ মারুফ ও নার্স মুক্তা। এর আগে মক্কা-মদিনা জেনারেল হাসপাতাল সিলগালা করেছিলেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপকর্মের জন্য মালিক নূর নবীকে কয়েকবার সাজাও দেয়া হয়। জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপকর্ম শুরু করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে নূর নবীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় শিশু আতিকার বাবা আজিম বলেন, রমজান মাসের প্রথম দিনে দোলনা থেকে পড়ে গিয়ে ঊরুর হাড় ভেঙে যায় আতিকার। এরপর আমরা বিভিন্ন কবিরাজি চিকিৎসা করি। কিন্তু তাতে আমার মেয়ে ভাল না হওয়ায় পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এরপর দালাল শাহজাহান ও সাব্বিরের মাধ্যমে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে মঙ্গলবার মেয়েকে ভর্তি করি। হাসপাতালের মালিক নূর নবীর সঙ্গে বসে অপারেশনের বিষয়ে কথা বলি। হাড় জোড়া লাগানোর জন্য রাতে অপারেশন করা হয়। অপারেশন করার পর আমার মেয়ের জ্ঞান ফেরেনি। কিন্তু তারা আমাদের বিষয়টি কিছুই জানায়নি। এরপর আমার স্ত্রী সকালে দেখে আতিকার মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে। এরপর থানায় খবর দিলে পুলিশ হাসপাতালে আসে। এসে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আমার মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্্রাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মুজিব পাটোয়ারী বলেন, আমরা খবর পেয়ে মক্কা-মদিনা জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাই এবং শিশুটির মা-বাবাকে থানায় নিয়ে আসি বিষয়টি জানার জন্য। ভুক্তভোগী শিশুটির বাবা-মা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী ॥ রাজধানীর ফার্মগেটে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ টাকা হারিয়েছেন মোঃ তরিকুল ইসলাম (৩৬) নামে এক পোশাক ব্যবসায়ী। বুধবার সকাল ৯টার দিকে ‘বিহঙ্গ পরিবহনে’র বাসে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয। তরিকুলের ভাগ্নে আশিক বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গার্মেন্টসের মাল কেনার জন্য ঢাকাতে আসেন। মিরপুর থেকে বিহঙ্গ পরিবহনে সদরঘাটের বাসে ওঠেন তিনি। ওই বাসে যাত্রী বেশে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করাই। ৫০ কেজি গাজাসহ গ্রেফতার ২ ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার মিনি ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
×