ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২০২৫ সালে চকরিয়াকে ম্যালেরিয়া মুক্ত করার আশাবাদ

প্রকাশিত: ১৬:০৪, ১৭ মে ২০২২

২০২৫ সালে চকরিয়াকে ম্যালেরিয়া মুক্ত করার আশাবাদ

সংবাদদাতা, চকরিয়া, কক্সবাজার ॥ আগামী ২০২৫ সালের মধ্যে চকরিয়া উপজেলাকে ম্যালেরিয়া মুক্ত করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও একলাব কর্তৃক আয়োজিত ম্যালেরিয়া রোগ বিষয়ক সমন্বয় সভায় ম্যালেরিয়া রোগ নির্মুল ও নিয়ন্ত্রণ বিষয়ে গত ৯বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ আশাবাদ ব্যক্ত করা হয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন দত্তের সভাপতিত্বে অনুষ্টিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বিগত ৯ বছরের তথ্য বলছে এ কার্যক্রম অতীতের মতো লক্ষ্য অর্জনে অব্যাহত থাকলে টার্গেট অনুসারে ২০২৫সালের মধ্যে চকরিয়া থেকে ম্যালেরিয়া নির্মুল করা সম্ভব। তিনি এনজিও একলাব ম্যালেরিয়া রোগ নির্মুল সংক্রান্ত বিষয়ে যে রকম সহযোগিতা চাইবেন- সেরকমভাবে উপজেলা প্রশাসনের তরফে সহায়তার আশ্বাস দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুর রহমান ছুট্টু, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, শিক্ষক নুরুল আখের ও একলাব প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান ভূঁইয়া।
×