অর্থনৈতিক রিপোর্টার ॥ চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে সময় চেয়েছে আইসিবি। পুঁজিবাজারের নাজুক অবস্থার কথা বিবেচনা করে এই সময় চেয়েছে সরকারী বিনিয়োগ প্রতিষ্ঠানটি। সোমবার আইসিবির পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যাতে আইসিবিকে ঋণ পরিশোধে বাড়তি সময় দেয়, সে লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) কাজ শুরু করেছে। ঋণ পরিশোধে সময় পেলে আইসিবিকে আর শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করতে হবে না। বরং সম্প্রতি ঋণ পরিশোধের জন্য যে শেয়ার তারা বিক্রি করেছে, তা আবার পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে।