ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশগামীদের সঙ্গে প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৪৫, ১৬ মে ২০২২

বিদেশগামীদের সঙ্গে প্রতারণা চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী সাধারণ যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র একটি আবশ্যিক বিষয়। আর এটিকে পুঁজি করে একটি অসাধু চক্র বিদেশগামী যাত্রীদের জিম্মি করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। চক্রের সদস্যরা বিদেশগামীদের কাছে নিজেদের কোভিড-১৯ হাসপাতালের চিকিৎসক, স্টাফ ও নার্স পরিচয় দিয়ে তাদের বিশ্বস্ততা অর্জন করতেন। পরবর্তী সময়ে যাত্রীদের কোভিড-১৯ এর ভুয়া সনদ দিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এসব অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বনানী থেকে করোনা পরীক্ষার সনদপত্র নিয়ে বিদেশগামী সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
×