ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবলকে ঢাকায় আনা হয়েছে

প্রকাশিত: ১৯:১০, ১৫ মে ২০২২

হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবলকে ঢাকায় আনা হয়েছে

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামের আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবল জনি খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার লোহাগাড়া থানায়। জানা গেছে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর দুইটা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকরা তার হাতের অপারেশন করছেন। এর আগে আজ সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ। আজ রবিবার (১৫ মে) সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় মারামারি মামলার আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।
×