ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্দরে বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ২০:৫৬, ১৪ মে ২০২২

বন্দরে বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান (২৭), মোঃ মাসুদ (৩৭) ও শেখ সোহান (২৪)। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তি ভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ নানা ধরণের সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। এমনকি তারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করেও আসছিল। এছাড়াও তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে বলেও তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।
×