ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের কাছ থেকে ফি নেওয়ার চিন্তা টুইটারের

প্রকাশিত: ১৪:৪৬, ৪ মে ২০২২

বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের কাছ থেকে ফি নেওয়ার চিন্তা টুইটারের

অনলাইন ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নতুন মালিক হয়েছেন ইলন মাস্ক। তিনি মলিক হওয়ার পর থেকেই নতুন কিছু নীয়মনীতি করার ইঙ্গিত দিচ্ছেন। এবার তিনি জানিয়েছেন, বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের কাছ থেকে টুইটার সামান্য পরিমাণে ফি নিতে পারে। মঙ্গলবার মাস্কের এক টুইটের বরাতে রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ‘নিশ’ বা ‘বিশেষায়িত’ ব্যবহারকারীদের কাছ থেকে সরিয়ে বেশিরভাগ আমেরিকানের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন এর নতুন কর্ণধার। টুইটে মাস্ক বলেন, “সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সবসময় ফ্রি থাকবে, তবে বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের হয়ত কিছু খরচ করতে হবে।” এ বিষয়ে জানতে রয়টার্স যোগাযোগ করলে টুইটার কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
×