নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ মির্জাপুরে ইজ্জত আলী জনি নামে এক আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও ইজ্জত আলী জনির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, তরফপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মী ইজ্জত আলী জনির বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। অসাংগঠনিক কর্মকান্ডের কারণে গঠনতন্ত্র মোতাবেক ইজ্জত আলী জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।