ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংসদের চলতি অধিবেশন শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০১:৪৩, ২৭ জানুয়ারি ২০২২

সংসদের চলতি অধিবেশন শেষ হচ্ছে আজ

সংসদ রিপোর্টার ॥ করোনা সংক্রমণের উর্ধগতির কারণে সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। আরও কিছুদিন অধিবেশন চালানোর পরিকল্পনা থাকলেও সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবারই শেষ হচ্ছে এ অধিবেশন। আজ সকাল ও বিকেল দুই বেলা চলবে অধিবেশন। আজই সংসদে পাস হয়ে যাবে বহুল আলোচিত নতুন নির্বাচন কমিশন গঠনের আইনটি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জনকণ্ঠকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। বৃহস্পতিবারই অধিবেশন শেষ হবে। আজকে অধিবেশনের শেষ দিনে আলোচিত ও বহুল প্রত্যাশিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ আইন পাস হবে। এই আইনের ভিত্তিতে এই নতুন কমিশন গঠিত হবে। ২০২২ সালের প্রথম জাতীয় সংসদ অধিবেশন (শীতকালীন) গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয়। সংবিধানের বিধান অনুযায়ী বছরের প্রথম এ অধিবেশনের প্রথম বৈঠকের দিন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। পরদিন সংসদের বৈঠক চলার পর পাঁচদিন বিরতি দিয়ে ২৩ জানুয়ারি শুরু হয় বৈঠক। এরপর আবারও দুদিনের বিরতি দিয়ে বুধবার সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এ অধিবেশন।
×