স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামির (কয়েদি নং-৩৩৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরিফুল বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে।
দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বলেন, শফিকুলের কিডনি সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে জেলের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ॥ বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে শামীম হোসেন (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
শামীম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে। জানা গেছে, ঘটনার দিন নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন শামীম। সকাল পৌনে সাতটার দিকে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় নোঙ্গর করে রাখা ট্রলারের ইঞ্জিন চালু করার সময় শামীমের পরনের লুঙ্গি ইঞ্জিনের চাকায় পেঁচিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সংবাদদাতা,লালপুর, নাটোর ॥ লালপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই দিন সকালে ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।