ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক মাসেও ৩২ যাত্রীর খোঁজ মেলেনি

প্রকাশিত: ২২:২৭, ২৫ জানুয়ারি ২০২২

এক মাসেও ৩২ যাত্রীর খোঁজ মেলেনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের এক মাস পেরিয়ে গেলেও নিখোঁজ যাত্রীদের স্বজনদের দেয়া তালিকা অনুযায়ী এখনও ৩২ যাত্রীর খোঁজ মেলেনি। এর মধ্যে ১৩ শিশু, ১১ নারী ও আটজন পুরুষ। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ২৪ জনকে। এখনও প্রিয়জনের খোঁজে সুগন্ধা ও বিষখালী নদীর তীরে মাঝেমধ্যে দেখা যায় স্বজনদের। অপরদিকে ঝালকাঠি জেলা প্রশাসন ও নৌমন্ত্রণালয় তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে লঞ্চের ইঞ্জিন কক্ষ থেকে আগুন লেগেছে বলে জানানো হয়। এজন্য লঞ্চ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়েছে। সূত্রমতে, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। সাতক্ষীরায় প্রকৌশলী ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরতলীর লাবসা দরগাপাড়া এলাকায় এক প্রকৌশলী ও আশাশুনির আনুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে রবিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। লাবসায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে রবিবার শেষ রাতে ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত গ্রিল ভেঙ্গে সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের দায়ের আঘাতে প্রকৌশলীর বৃদ্ধ মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছেন। এছাড়া একই রাতে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ব্যবসায়ী সামাদ গাজীর বাড়ি থেকে ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ তিন লাখ আশি হাজার টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার, বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য ডাকাতদল দুটি বোমা নিক্ষেপ করে। ঈশ্বরদীতে চার ডাকাত আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে ডাকাত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার ভোরে আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জনি আহমেদ, মাহাবুব, বাচ্চু ও রকি। আটকের সময় তাদের নিকট থেকে প্রাইভেটকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সবার বাড়ি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়।
×