স্টাফ রিপোর্র্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ফুলবাডীতে গোপন সংবাদের ভিত্তিতে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় নয় জন জুয়রিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকার আবু বক্করের বসত বাড়িতে জুয়া খেলার সময় পুলিশ তাদের আটক করে। সোমবার সকালে জুয়া আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্ররণ করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও ৫০ হাজার ৩০০ টাকা জব্দ করে পুলিশ। ফুলবড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ওই জুয়ারীদের মামলার কথা স্বীকার করেন।