ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্দোলন অব্যাহত কুবি রেজিস্ট্রারের কক্ষে ৪ দিন ধরে তালা ঝুলছে

প্রকাশিত: ০১:৩১, ২৪ জানুয়ারি ২০২২

আন্দোলন অব্যাহত কুবি রেজিস্ট্রারের কক্ষে ৪ দিন ধরে তালা ঝুলছে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে চার বছর ধরে কর্মরত প্রফেসর ড. মোঃ আবু তাহেরকে রেজিস্ট্রারের পদ থেকে অপসারণ করে কর্মকর্তাদের থেকে রেজিস্ট্রার নিয়োগ। এছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীদের ৪টি সংগঠনের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনকারীদের দাবি বাস্তবায়ন করতে স্মারকলিপি পেশ ও বিক্ষোভ কর্মসূচীর পাশাপাশি রেজিস্ট্রারের দফতরে তালা ঝুলিয়ে দেয়া হয়। রবিবারও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে অব্যাহত ছিল সন্ধ্যায় সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চার দিন ধরে রেজিস্ট্রারের দফতরে তালা ঝুলছিল। এতে রেজিস্ট্রার আবু তাহের রবিবারও তার দফতরে প্রবেশ করতে পারেননি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভক্তির রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, জামায়াত-বিএনপির মদদপুষ্ট হয়ে কাজ করা, বিগত সময়ে বিএনপি জামায়াতপন্থীদের নিয়োগসহ নানা অভিযোগ তুলে ধরে এবং রেজিস্ট্রার আবু তাহেরকে হটিয়ে কর্মকর্তাদের থেকে রেজিস্ট্রার নিয়োগ ও বিভিন্ন দাবি দাওয়া পূরণের নিমিত্তে ১৯ জানুয়ারি থেকে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠন। এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট পৃথকভাবে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষে সভাপতি দীপক মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন। কর্মচারী সমিতির পক্ষে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ। বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের পক্ষে সভাপতি জসীমউদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। একই দাবিতে ওই সব সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবিবার পর্যন্ত বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে। এদিকে বৃহস্পতিবার ভোরেই রেজিস্ট্রার আবু তাহেরের দফতরের প্রধান ফটকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা যে তালা লাগিয়ে দেয় রবিবার পর্যন্ত চার দিন ধরে দফতরে তালা ঝুলছিল। ফলে তিনি রবিবারও তার দফতরে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে। আন্দোলনকারীদের এক নেতা জাকির হোসেন জানান, রবিবার তালার সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আন্দোলনরত চরটি সংগঠনের পক্ষ থেকে একটি করে মোট চারটি তালা রেজিস্ট্রারের দফতরে ঝুলিয়ে দেয়া হয়েছে। দাবি দাওয়া না মানলে রেজিস্ট্রারের অপসারণের আগ পর্যন্ত এ তালা ঝুলবে। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠনের দাবির প্রতি একাত্মতা পোষণ করে রবিবার বিবৃতি দিয়েছে বলে জানা গেছে।
×