ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নায়করাজের ব্যবহৃত জিনিসপত্র ফিল্ম আর্কাইভে হস্তান্তর

প্রকাশিত: ১৮:০৯, ২৩ জানুয়ারি ২০২২

নায়করাজের ব্যবহৃত জিনিসপত্র ফিল্ম আর্কাইভে হস্তান্তর

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংরক্ষণের জন্য নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত বেশকিছু মূল্যবান জিনিসপত্র হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) নায়করাজের জন্মদিন উপলক্ষে তার ছোট ছেলে ও অভিনেতা সম্রাট পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের হাতে বেশকিছু জিনিস তুলে দেন। সেসব জিনিসের মধ্যে রয়েছে রাজ্জাকের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবী ও ক্যাপ। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, সহকারী পরিচালক মনিরুজ্জামান, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম, গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবুসহ অনেকে। জানা যায়, ২০২০ সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দ্বিতীয় তলায় ফিল্ম মিউজিয়াম স্থাপন করা হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নানা চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট ক্যামেরা, সম্পাদনা মেশিন, সাউন্ড ফলোয়ার, স্টুডিওতে ব্যবহৃত সাউন্ডের যন্ত্রপাতি, চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীদের ব্যবহৃত নানা ধরনের সামগ্রী ফিল্ম মিউজিয়ামে সংরক্ষণের জন্য সংগ্রহ করছে। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, শ্রুতি রেকর্ডিং স্টুডিও, চলচ্চিত্র পরিচালক, চিত্রগ্রাহক এম এ সামাদ, সালাউদ্দিন, অভিনেত্রী সুলতানা জামান, চলচ্চিত্র পরিচালক প্রযোজক চাষী নজরুল ইসলাম, অভিনেতা আজিম, অভিনেত্রী সুজাতাসহ বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বদের ব্যবহৃত জিনিসপত্র ও যন্ত্রপাতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংগ্রহ করে সংরক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন নায়করাজ রাজ্জাক। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ঢাকাই চলচ্চিত্রের এ অবিসংবাদিত রাজা।
×