ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ আদালতে করোনার হানা, ১০ বিচারক আক্রান্ত

প্রকাশিত: ১৭:৪৭, ২৩ জানুয়ারি ২০২২

হবিগঞ্জ আদালতে করোনার হানা, ১০ বিচারক আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ আদালতের ১০ জন বিচারকের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। জেলাটির বিচার বিভাগে কর্মরত মোট ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিকে, করোনায় আক্রান্ত বিচারকরা এজলাসে না আসায় আদালত প্রাঙ্গণে বেড়েছে বিচারপ্রার্থীদের ভীড়। আক্রান্তদের মধ্যে রয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারি জজ তানিয়া ইসলাম, সহকারি জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মোঃ জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক। হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, ১০ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানতে পেরেছি। তবে তাঁরা কবে আক্রান্ত শনাক্ত হয়েছেন তা জানতে পারিনি।
×