নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৯ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরী করার ১৬ দিন পেড়িয়ে গেলেও এখনো তানজিলার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা শামসুর রহমান। নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেঁটী গ্রামের শামছুর রহমান প্রামানিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।
নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় মেয়ে তানজিলা অংশগ্রহণ করে। পরীক্ষার রেজাল্টে তানজিলা এক বিষয়ে ফেল করে। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে বকাবকি করি এবং তাকে আবার পরীক্ষা দেয়ানোর জন্য প্রস্ততি নিতে বলি। গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে মেয়েকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিলে তার কোন সাড়া-শব্দ না পেয়ে আমি ও আমার স্ত্রী ঘরে গিয়ে দেখি মেয়ে তানজিলা ঘরে নেই। তৎক্ষানিক আশেপাশের বাড়িতে ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজা খোঁজি করেও মেয়েকে পাইনি। সেই দিন থেকে সে হটাৎ করে নিখোঁজ হয়। এরপর মেয়ের সন্ধ্যান পেতে রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছি। তারপরেও আজ মেয়ের কোন সন্ধান মেলেনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, থানায় ডায়েরী হওয়ার পর থেকে আমরা মেয়েটির সন্ধানের জন্য চেষ্টা করছি। আশার করছি দ্রুত মেয়েটি খোঁজ পাওয়া যাবে।