ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৭৮০৯

প্রকাশিত: ১৫:০২, ২৩ জানুয়ারি ২০২২

গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৭৮০৯

অনলাইন ডেস্ক ॥ গত বছর সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন মারা গেছেন এবং ৯০৩৯ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী কল্যাণ সমিতি বলছে, একই সময় রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত, ১৩৪ জন আহত হয়েছে। নৌপথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১ জন নিহত এবং ৫৭৮ জন আহত এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনার এই বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্র সমূহে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছেন তারা।
×