জনকণ্ঠ ডেস্ক ॥ শীতকালীন ঝড়ে কাঁপছে যুক্তরাষ্ট্রের একাংশ, কানাডা ও ইউরোপের কয়েক দেশ। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, জর্জিয়া, ভার্জিনিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা, মিসিসিপি ও ফ্লোরিডায় ব্যাপক বরফপাত ও তুষার পড়ে। তুষারপাতের ফলে শহরগুলেতে বিদ্যুত বিভ্রাট দেখা দেয়। ফলে লাখ লাখ মানুষ বিদ্যুতবিহীন হয়ে পড়ে। বরফ ও তুষারপাতের ফলে এসব দেশের হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়। শুধু যুক্তরাষ্ট্রেই তিন হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ধরতে আসা কয়েক হাজার যাত্রী বিমানবন্দরগুলোতে অলস সময় কাটাচ্ছেন। ইউরোপের ফ্রান্স, ইতালি ও জার্মানিতেও প্রচ- তুষার ও বরফপাত হয়েছে। এসব দেশের রাস্তাগুলোতে ভারি বরফের আস্তরণ জমায় গাড়ি চলাচল করতে পারছে না। ইতালি সরকার সড়কের ওপর থেকে বরফ সরাতে লবণ ফেলছে। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের। শীতের ফলে যুক্তরাষ্ট্রের কয়েক অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের কথা জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। তুষারপাতের ফলে গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। এছাড়া এ সময়ে কোন যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করা হয়েছে। নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ আরও কিছু এলাকায় সম্ভাব্য উপকূলীয় বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।