ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শায়েস্তাগঞ্জে ৬ রোগীকে ৩ লাখ টাকার চেক প্রদান

প্রকাশিত: ২০:৫৭, ১৮ জানুয়ারি ২০২২

শায়েস্তাগঞ্জে ৬ রোগীকে ৩ লাখ টাকার চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজডসহ ৬ রোগীকে জনপ্রতি ৫০ হাজার করে ৩ লাখ টাকার সরকারী আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ টাকায় ওইসব রোগী সুচিকিৎসা গ্রহণ করবেন। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২১-২০২২ অর্থ বছরের ১ম কিস্তির এ চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী দিলীপ কৈরী, অফিস সহকারী মোঃ আল আমিনসহ প্রমুখরা। এর আগে আর্থিক সহায়তা কর্মসূচি ২০২০-২০২১ অর্থ বছরে (৩য় ও ৪র্থ কিস্তির) ৭ রোগীকে ৫০ হাজার করে সাড়ে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। এনিয়ে দুই দফায় ১৩ জনকে সাড়ে ৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
×