ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে দুদকের প্রথম মামলায় সমাজসেবা অফিসারকে ৩বছরের সশ্রম কারাদন্ড প্রদান

প্রকাশিত: ২০:০৯, ১৮ জানুয়ারি ২০২২

ঝালকাঠিতে দুদকের প্রথম মামলায় সমাজসেবা অফিসারকে ৩বছরের সশ্রম কারাদন্ড প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে দুদক আইনের প্রথম মামলায় রাজাপুর সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী শেখ একেএম জহুরুল হককে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রমকারাদন্ড প্রদান করেছে ঝালকাঠি বিশেষ আদালত। সেমবার বৈকালিক পর্বে এই আদালতের সিনিয়র বিশেষ জর্জ মোঃ শহিদুল্লাহ এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত প্রক্তন জুনিয়র অডিটর আব্দুস সালম এর মৃত্যুজনিত কারনে তাকে অভিযোগপত্র থেকে অব্যহতি দেয়া হয়েছে। এরা পরস্পরের যোগসাজসে নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রাজাপুর সমাজসেবা অফিসের ৪ কর্মচারীর জিপিএফ হিসাবের ৯২ হাজার ৭৭৩টাকা উত্তোলন আত্মসাৎ করে। আত্মসাৎকৃত অর্থের মধ্যে ৫৪ হাজার টাকা সরকারি কোষাগাড়ে জমাদেয় এবং অবশিষ্ট ৩৮হাজার ৭৭৩ টাকা আত্মসাৎ করে। গত ১৯৯১ সনের ২৪ জুলাই থেকে২০০০ সালের ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। চাকুরিচ্যুত সাজা প্রাপ্ত শেখ এ কে এম জহুরুল হক, ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন গ্রামের মৃত শেখ আব্দুস সত্তারের পুত্র। দুর্নীতি দমন কমিশন ঢাকার সহকারী পরিদর্শক রইস উদ্দিন তদন্ত শেষে ২০০২ সালের ১৮ মার্চ জেলার রাজাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। বরিশাল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ওয়াজেদ আলী গাজী ২২ জুলাই ২০১২ তারিখ আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১২জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেছেন। সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। এই আদালতের দুদক পিপি এ্যাড মঞ্জুর হোসেন। রায় ঘোষণা কালীন সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিল।
×