ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃণমূলের প্রকল্প বাস্তবায়নে আরও মনোযোগী হোন ॥ ডিসিদের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৮, ১৮ জানুয়ারি ২০২২

তৃণমূলের প্রকল্প বাস্তবায়নে আরও মনোযোগী হোন ॥ ডিসিদের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের উদ্দেশ্য বলেছেন, পল্লী উন্নয়নকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তৈরির জন্য তৃণমূলের মানুষের উন্নয়ন করতে হবে। তাই তৃণমূলে আমরা যেসব প্রকল্প নিয়েছি সেগুলো বাস্তবায়নে আরও মনোযোগী হতে হবে বলে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি বলেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে। তাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। দেশকে দারিদ্র্যমুক্ত করতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে উন্নয়নে কিছুটা বিঘ্ন ঘটেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ পর্যায়ে সেবা নিতে এসে মানুষ যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সেদিকে জেলা প্রশাসকদের দৃষ্টি রাখতে হবে।
×